লুৎফুর রহমানের বিজয়ে নির্বাচন পরিচালনা কমিটির কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৮:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এডভোকেট লুৎফুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সদস্য সচিব জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এডভোকেট লুৎফুর রহমান জয়লাভ করায় তারা জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন।
তারা এক যুক্ত অভিনন্দন বার্তায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।