মৌলভীবাজারে শেষ হাসি প্রবীণ রাজনীতিবিদ আজিজুর রহমানের
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৫:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বিজয়ের শেষ হাসি হাসলেন প্রবীণ রাজনীতিবিদ সাবেক সাংসদ মো: আজিজুর রহমান। নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক এমপি এম এম শাহিনকে ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। আর শেষ পর্যন্ত ভালোই চমক দেখিয়েছেন আরেক প্রতিদ্বন্দি এম রহিম শহিদ (সিআইপি)।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এম এম শাহিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট, এম রহিম শহীদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট, সাহাবুদ্দিন সাবুল প্রজাপতী প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ ভোট, সাংবাদিক বকসি ইকবাল আহমদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫ ভোট ও সুয়েল আহমদ তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ ভোট।