১৪৯৩ ভোটের জন্য ১২৯ প্রার্থীর ভোটযুদ্ধ আজ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৫:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তবে আজকের নির্বাচনে সাধারণ জনগনের ভোটাধিকার নেই। কেবল স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন) নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন।
এইসব জনপ্রতিনিধিরাই নির্বাচন করবেন নিজেদের প্রতিনিধি। সিলেট বিভাগের চার জেলায়ই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে হবিগঞ্জে ডা. মুশফিকুর রহমান আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় এই জেলায় কেবল সদস্য পদে নির্বাচন হবে। ভোটাধিকার না থাকায় স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের এই নির্বাচনে সাধারণ মানুষের তেমন আগ্রহ দেখা যায়নি।
আজকের নির্বাচনে সিলেট জেলায় একজন চেয়ারম্যান, ১৪ জন পুরুষ সদস্য ও ৫ জন নারী সদস্য নির্বাচিত হবেন। ১ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এই পদের জন্য সিলেটে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৯৭ জন নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে আছেন ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে সিলেটে আজ হবে।
আজ সকাল ৯টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ। চলবে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র রয়েছে ১৫টি। এসব কেন্দ্রে মঙ্গলবার দিনভর সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ প্রহরায় পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে অতীতের ধারাবাহিকতা ধরে রেখে এবারও একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
সিলেট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, জেলা পরিষদ নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করেছি। আশা করছি, নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু হবে।
নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সিলেটের প্রত্যেক ভোটকেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রত্যেক উপজেলায় থাকবে ৪টি করে মোবাইল টিম।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, এনামুল হক সরদার, প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন আহমদ লালা ও ফখরুল ইসলাম। এরমধ্যে শুধুমাত্র লুৎফুর রহমানই দলীয় মনোনয়ন পেয়েছেন। প্রার্থী চার জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে লুৎফুর ও সরদারের মধ্যেই।
সিলেটে জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪৯৩ জন ভোটার। তন্মধ্যে জেলার ১০৫টি ইউপিতে ১৩৬৫ জন, ১৩ উপজেলায় ৩৯ জন, সিটি করপোরেশনে ৩৭ জন এবং ৪ পৌরসভায় ৫২ জন ভোটার রয়েছেন।