অনলাইনেই এবার পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৫:২১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত প্রাপ্তিতে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ সেবাটি অনলাইনে চালু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
এখন থেকে নগরবাসী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে অর্থাৎ (pcc.police.gov.bd) এই ঠিকানায় লগ ইন করে আবেদন করতে পারবেন এবং এই ঠিকানায় বর্ণিত স্থান থেকে তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সার্টিফিকেট প্রাপ্তির নিয়ম ও শর্তাবলীর বিস্তারিত তথ্যও অনলাইনে লগ ইন করে জানা যাবে।
এসএমপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।