সিলেট ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ছাতকে দু’পক্ষের সংঘষের ঘটনায় আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলা নম্বর (৩৩(১২)১৬)
অভিযোগসূত্রে জানাগেছে- রোগীর স্বজন হাসান ও আজিজ ঔষধ আনার জন্য হাসপাতালে নিচে যাওয়ার পর একদল সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে হাসান ও আজিজ গুরুতর আহত হন। পরে হামলাকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসান ও আজিজকেও পরে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসান ও আজিজের চাচাতো ভাই মো. কামরুল ইসলাম টিটু বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে সিলেট কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মোছা হামিদা বেগম, মাহবুব আহমদ, জুয়েল আহমদ, মাহী আহমদ, রায়হান আহমদ, শোভন আহমদ। তারা সবাই ছাতকের পালপুর গ্রামের বাসিন্দা।