সড়ক দূর্ঘটনায় শাবি কর্মকর্তা হারুন রশীদ নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক কর্মকর্তা হারুন-অর রশীদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নর্থ ইস্ট মেডিকেলের সামনে একটি ট্রাক মোটরবাইক আরোহী হারুন-অর-রশীদকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হারুন-অর-রশীদ শাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন। সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, মোটরসাইকেল চালানোর সময় একটি ট্রাক ধাক্কা দিলে হারুন-অর-রশীদ ঘটনাস্থলেই মারা যান। হারুন-অর-রশীদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় শাবিতে শোকের ছায়া নেমে এসেছে।