সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৫
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ৩:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন বাসচালকসহ ২৫ জন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া নামক স্থানে সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম-পরিচয় এবং আহতদের সংখ্যা জানা যায়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, রাতে সিলেটগামী একটি বাসের সাথে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।