সুনামগঞ্জে সুরঞ্জিতকে প্রতিহত করার দাবী নিজ দলের নেতা মুকুটের
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৬, ৮:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত কর্তৃক সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচন ‘প্রভাবিত’ করার উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণার উদ্যোগ ‘প্রতিহত’ করার দাবী জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট।
চেয়ারম্যান পদে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার এনামুল কবির ইমনের পক্ষে ‘প্রচারণার উদ্দেশ্যে’ সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার হেলিকপ্টার যোগে নির্বাচনী এলাকা দিরাইয়ে আসছেন- এমন খবরে রবিবার প্রধান নির্বাচন কমিশনার নিকট লিখিত অভিযোগ করেন মুকুট। অভিযোগে মুকুট বলেন, সুরঞ্জিত সেন চেয়ারম্যান প্রার্থী ইমনের পক্ষে সোমবার তাঁর দিরায়ের বাসভবনে এক নির্বাচনী সভার আহ্বান করেছেন। ওই সভায় সুরঞ্জিত দিরাই ও শাল্লা উপজেলার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের তলব করেছেন।
মুকুট দাবী করেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে সুরঞ্জিত সেনের এই নির্বাচনী সফর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সুরঞ্জিত সেনের সফর প্রতিহত করতে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন মুকুট।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। প্রয়াত সামাদ আজাদ আমলের গ্রুপিংয়ের জের ধরে মুকুটের বিপক্ষে অবস্থান নিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত-সহ জেলার বেশ কয়েক জন সংসদ সদস্য। তাদের অবস্থান আওয়ামী লীগে সমর্থিত প্রার্থী ইমনের পক্ষে।
অপরদিকে, মুকুটকে সমর্থন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুল-সহ জেলার অনেক প্রভাবশালী নেতা।