শ্রীমঙ্গলে শেষ মুহুর্তে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৯:০৮ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল থেকে : নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। প্রতীক সম্বলিত লিফলেট হাতে প্রার্থীরা ছুটছেন রাত দিন। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। তবে ভোটারা মুখ খুলছেন না। কাকে ভোট দিবেন তা বোঝা যাচ্ছে না। সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজার, শহরের অলি-গলি, চায়ের দোকান, হোটেল, রেস্তোরাসহ বিভিন্ন স্থাপনায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। এবার জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। শ্রীমঙ্গল উপজেলায় ১২নং ওয়ার্ড থেকে ৬ জন এবং ১৩ নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থী সদস্য পদে ভোট যুদ্ধে নেমেছেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক বিট্রিশ কাউন্সিলার ও বিট্রিশ আওয়ামীলীরের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এম এ রহিম (সি আই পি)। তিনি ছাড়াও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জাতীয় পার্ট্ররি কেন্দ্রীয় কমিটির সদস্য, মৌলভীবাজার-১ আসনের জাপা মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কাতার- বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াজ এবং সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন এর নাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। আর শ্রীমঙ্গল উপজেলার ১২ ও ১৩ নং ওয়ার্ডের সদস্য পদে প্রচারনায় এগিয়ে রয়েছেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, মোছাব্বির আলী মুন্না এবং বদরুজ্জামান সেলিম।
ইলেক্ট্ররাল কলেজ পদ্বতিতে ভোট হওয়ায় দেশে এবারই প্রথম জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। তাই সাধারণ ভোটারদের অংশগ্রহণ না থাকায় মাঠে ঘাঠে হাটে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা অনান্য নির্বাচনের মত ততটা সরগরম নয় । তারপরও প্রার্থীদের ব্যাপক প্রচারণায় অনেকটা জমে উঠেছে নির্বাচনী আমেজ। আর হাতে মাত্র তিন দিন বাকী। মনোনয়ন জমাদান থেকে এখন পর্যন্ত নির্বাচনী মাঠে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুর্হাদ্যপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ২১ পদে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ২৮ ডিসেম্বর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।