ওসমানীনগরে মহাসড়কের কাজের রুলারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৮:৫৫ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে সিলট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজে নিয়োজিত একটি রুলার ও একটি পেপার মেশিনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১২টর দিকে উপজেলার দয়ামীর ইউপির কুরুয়া ডিএম কমিউনিটি সেন্টারের পাশে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানাযায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট শহরের দিকে থেকে অজ্ঞাতনাম একটি প্রাইভেট কার যোগে এসে অজ্ঞাতনামা দুই তিন দুর্বৃত্তরা উপজেলার কুরুড়াবাজারের ডিএম কমিউনিটি সেন্টারের পাশে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর ইন্টারন্যাশনালের একটি রুলার ও একটি পেপার মেশিনে পেট্রোল ঢেলে আগুন দেয়। বাজারের দুই নৈশ প্রহরী বিষয়টি দেখে দুর্বৃত্তদের ধাওয়া করলে একটি মোবাইল ফোন ফেলে দুর্বৃত্তরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। খবরে পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের লোকজন ও এলাকাবাসী গাড়ি দুটির আগুন নিভান।
ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নৈশ প্রহরী ও এলাকাবাসী দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইলটি পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসমানীনগর থানার এস আই অনুজ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর আমি ঘটনা স্থলে গিয়ে দুর্বৃত্তদের পাইনি এর অগেই তার পালিয়ে গেছে। তবে ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছি এ ব্যপারে তদন্ত চলছে।