পর্যটন কেন্দ্র হিসেবে ভ্রমন করতে পারেন শ্রীমঙ্গলে ব্রিটিশদের তৈরী গলফ্ মাঠ
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ২:৩৬ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল থেকে:
ভ্রমন এমনই একটি বিনোদন, যার সাথে কোন কিছুর-ই তুলনা করা যায় না ! আর সেই ভ্রমণটা যদি নিজের মনের মতো হয় তাহলে তো আর কোন কথা-ই থাকেনা । প্রায় ২০০ বছর আগের ব্রিটিশ শাসন আমলে তৈরী করা গলফ মাঠ এখনও আস্তাই রয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপড়া ছড়া চা বাগানে ১০ হেক্টর জায়গা জুরে গলফ মাঠটি ব্রিটিশরা তৈরী করেছিল। মাঠের চারদিকে চা বাগান বিস্তৃত সবুজে ঘেরা আর অপরুপ লীলানিকেতন। এখনও গলফ খেলার উপযোগী মাঠ প্রস্তুত। মাঠের এক পাশে রয়েছে ব্রিটিশদের তৈরী একটি স্পোর্টস ক্লাব। সোনালী রোদের ছড়িয়ে পড়া আলোয় প্রকৃতির শীতল বাতাস অনুভব করে গলফ মাঠে ঘোরে বিনোদন পাওয়াই ভিন্ন। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, মাধবপুর লেক, বিটিআর আই, মাধবকুন্ড, হাম হাম জল প্রপাত সহ মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্থান ঘুড়েছেন কিন্তু ঘোড়া হয়নি ব্রিটিশদের তৈরী করা টিপড়া ছড়ার এই গলফ মাঠ। স্থানীয় লোকেরা জানায় প্রতি শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বেড়াতে আসে। এছাড়া শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বনভোজনের জন্য আসে। শ্রীমমঙ্গল শহর থেকে প্রায় ১৮ কি:মি: দুরে অবস্থিত। শহরের কালিঘাট পয়েন্ট থেকে লেবুর জিপ গাড়ি বা সি এন জি করে মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে যাওয়া যায়। রিজার্ভ করেও সারা দিন ঘুরে আসা সম্ভব।