সিলেট বেতারের কণ্ঠ শিল্পী রেহেনা গুরুতর অসুস্থ, দোয়া ও সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ৬:১৮ পূর্বাহ্ণ
ছাতক প্রতিনিধিঃ
সিলেটের বিয়ের গান, পল্লীগীতি ও সিলেট বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী বাউল রেহেনা বেগম গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইগাঁও নিবাসী বাউল সম্রাট চন্দন মিয়ার সহধর্মিনী। রেহেনা বেগম ও তার স্বামী চন্দন মিয়া বাংলাদেশ বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী। তাদের মেয়ে সুয়েবা বেগম মুন্নী ও সুজিয়া বেগম সিলেট বেতারের শিশু শিল্পী হিসেবে তালিকাভূক্ত রয়েছে। অসুস্থ রেহেনা বেগম সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীনের অধীনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শে রেহেনা বেগমের পেটে জটিল অপারেশনে প্রচুর টাকার প্রয়োজন। এজন্যে শিল্পী দম্পতি দেশ-বিদেশের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ তাদের গুনগ্রাহী সকলের কাছে দোয়া ও কামনা করেছেন।