বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের দ্বি-বার্ষিক নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৬, ৭:১৯ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৭ সালের ৫ই ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গত ১৫ ডিসেম্বর নমিনেশন প্রদান সম্পন্ন হয়েছে। নমিনেশন প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর বিকেল ৬ ঘটিকা। ঐতিহ্য অনুযায়ী নির্বাচনে কোন প্যানেল না থাকলেও দুইটি শিবিরে বিভক্ত হয়ে ১৭টি পদে মোট ৩৩জন প্রার্থী মনোনয়ন প্রদান করেছেন।
জানা গেছে গত নির্বাচনের পূর্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টে ২১২ জন ট্রাস্টি ছিলেন। তবে এবার সার্বিক সংখ্যক ৬৬জন ট্রাস্টি ১হাজার পাউন্ড অথবা ১লাখ টাকা প্রদান করে ট্রাস্টিসীপ গ্রহন করেছেন। ফলে ট্রাষ্টের মোট ট্রাস্টি সংখ্যা গিয়ে দাড়িয়েছে ২৭৮জনে।
নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা হচ্ছেন সভাপতি পদে মো: মফিজ খান ও মো: মতছির খান। সহ সভাপতি দুইটি পদে মো: সুনু মিয়া, শেখ মোহাম্মদ তাহির উল্লা, মোহাম্মদ আফছর মিয়া (ছোট মিয়া) ও সাজ্জাদুর রহমান। সাধারণ সম্পাদক পদে মিছবাহ উদ্দিন ও আসাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক দুইটি পদে সামসাদুর রহমান রাহিন, তৈয়বুর রহমান, মোহাম্মদ আলী মজনু ও আখলাকুর রহমান, ট্রেজারার পদে মো: আব্দুল কুদ্দুছ ও মো: আজম খান, সহ ট্রেজারার পদে আব্দুল রুশন (চেরাগ আলী) ও আব্দুল ওদুদ সাহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওয়াহিদ আলী ও মোহাম্মদ মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন ও মনির আলী সুফি।
বাকী ৭টি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ১৫জন। তারা হচ্ছেন ফারুক মিয়া, সনাম মিয়া আতিক, বশির উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুস সালাম, আব্দুস সুফিয়ান ফারুক, কবির মিয়া, মোহাম্মদ আব্দুস সাত্তার, শাহ জয়নাল আবেদিন, কাউন্সিলার ফলিক মিয়া চৌধুরী, বাবরুল হোসেন বাবুল, ব্যারিস্টার মোহাম্মদ শহিদ, আব্দুল মুকিত ও নজরুল ইসলাম। এদিকে জানাগেছে বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদস্য পদে মনোনয়ন প্রদান করলেও তিনি তা প্রত্যাহার করবেন।
অপরদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনারগন হচ্ছেন যথাক্রমে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আয়াছ মিয়া ও কমিউনিটি নেতা হাজী রইছ আলী।