প্যারিসে ওসমানীনগর উপজেলা যুবসংঘের জরুরী সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৬, ৫:১৮ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ গত ১৯ শে ডিসেম্বর রোজ সোমবার প্যারিসের গার্দো নর্দের প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে ওসমানীনগর উপজেলা যুবসংঘের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতেতে সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সদ্য মেয়াদ উর্ত্তীণ কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব সাজিদ মোহাম্মদকে আহব্বায়ক করা হয়। গঠিত আহব্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহব্বায়ক আব্দুর নুর শিকদার; ফখরুল ইসলাম; শোয়েব আহমদ; শরীফ আহমদ আমিনুর রহমান;জাহিনুর রহমান সুমন;শরীফ আহমদ সেবুল;জয়নাল আহমদ মুরাদ;উস্তার মিয়া;সৈয়দ জামাল আহমদ;রাহেলা আহমদ; আব্দুল হাফিজ;হাবিবুর রহমান সদস্য সচিব শাহ ডালিম আহমদ;
সদস্য আনা মিয়া শফিউল ইসলাম ফুরুক আহমদ জুনেদ আহমদ শরীর আহমদ সায়েদ আহমদ আফজল আহমদ হাবিব আহমদ মুজিবুর রহমান আব্দুল ওয়াকি নজমুল ইসলাম আতাউর রহমান লুতফুর রহমান আং বাসিত ইমরান আহমদ কৌশিক দেব।
সভায় আহবায়ক কমিটির মাধ্যমে ওসমানী নগর উপজেলার সকল সদস্যদের নিয়ে সম্মিলিত ভাবে পুর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহন ও নতুন সদস্য সংগ্রহ করার প্রস্থাব গৃহিত হয়।