মুসলিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৬, ৮:১০ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, ডাঃ ছাদিক আহমদ, নজরুল ইসলাম মুহিব, হুমায়েদ আলী শাহিন, আজাদুর রহমান, শ ই সরকার জবলু, ইমাদ-উদ-দীন, পান্না দত্ত, হোসাইন আহমদ ও এস এ কাঁকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বর্বরভাবে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে জাতিসংজ্ঞের হস্তেক্ষেপের মাধ্যমে অমানবিক নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বাভাবিক ভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার আহব্বান করেন।