শ্রীমঙ্গল প্রেসক্লাবে আলোচনা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৬, ২:৫৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ১৬ই ডিসেম্বর শুক্রবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। শনিবার ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাব অঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রেসক্লাব এর সহ সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ আলী’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারি কমিশনার (ভুমি) বিশ্বজিত কুমার পাল, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর কমান্ডিং অফিসার মাঈন উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার বন্যপ্রানী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ এর এসিএফ তাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় শ্রীমঙ্গল শাখা বিএমএ সভাপতি ডাক্তার হরিপদ রায়, মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শেখর রায় প্রমুখ। অনুষ্টানে সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ইসমাইল মাহমুদ, সৈয়দ সায়েদ আহমদ,আতাউর রহমান কাজল, মামুন আহম্মেদ, দিপংকর ভট্রাচার্য লিটন, ইমাম হোসেন সোহেল, শামীম আক্তার হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।