শ্রীমঙ্গলে ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ আমাদের অঙ্গীকার এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ ডিসেম্বর শনিবার সন্ধায় ২নং ভূনবীর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২নং ভূনবীর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুসস্ত্ত্বার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এম এ মনির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি জিল্লুর আনাম চেমন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন দেব। আরও উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরজদ আলী, প্রজন্মলীগ নেতা ফেরদৌস আহমেদ প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন ২নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভ্রত দেব। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।