বড়লেখায় ৭ বছরের শিশুকে কুপিয়ে জখম করেছে চাচাতো ভাই
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৬, ৫:২৩ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় নাফিয়ান আহমদ নামে ৭ বছরের এক শিশুকে দা দিয়ে নৃসংশভাবে কুপিয়ে জখম করেছে তারই চাচাতো ভাই কাওছার আহমদ (২২)। শনিবার সকাল ১১টার দিকে বড়লেখা সদর উপজেলার ডিমাই (৫নং পুঞ্জি) এলাকায় এ ঘটনাটি ঘটে।
বর্তমানে শিশুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাফিয়ান বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের ছেলে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও হামলার শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে আপন বড় ভাই আব্দুল খালিকের জমি নিয়ে বিরোধ চলছিল।
শনিবার আব্দুল খালিকের ছেলে কাওছার আহমদ তার (শুক্কুরের) জমির ধান কাটতে গেলে পরিবারের সদস্যরা কাওছারকে বাধা দেন। এরই জেরে সকালে ৫নং পুঞ্জি এলাকায় শুক্কুরের শিশুপুত্র নাফিয়ানকে একা পেয়ে চাচাতো ভাই কাওছার দা দিয়ে মাথায় উপুর্যপুরি কোপাতে থাকে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর বাবা শুক্কুর আলম জানান, কাওছার তার নিষ্পাপ শিশুপুত্রকে অমানসিকভাবে দা দিয়ে কুপিয়েছে। তার মাথায় ৬টি স্থানে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে সে হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে। তিনি হামলাকারী কাওছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।