বালাগঞ্জের প্রার্থীরা প্রচারনায় নির্ঘুম সময় কাটাচ্ছেন
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৬, ৫:০৮ অপরাহ্ণ
শামীম আহমদ:
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের প্রার্থীরা এখন প্রচারনায় নির্ঘুম সময় কাটাচ্ছেন। বালাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের সাথে দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়কে সম্পৃক্ত করে ৭ নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডে সাধারন সদস্য পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার ৭নং-বালাগঞ্জ, ৮নং-ওসমানীনগর ও ৯নং-বিশ্বনাথ ওয়ার্ড নিয়ে রয়েছে সংরক্ষিত ৩ আসনের অবস্থান। সংরক্ষিত আসনে চুড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন নারী প্রার্থী। এর মধ্যে বালাগঞ্জ উপজেলা থেকে ১ জন, ওসমানীনগর থেকে ২জন ও বিশ্বনাথ উপজেলা থেকে ২ জন নারী রয়েছেন। এ অঞ্চলের সাধারন সদস্য পদে প্রার্থীরা ভোটার ও সাধারন মানুষের মধ্যে আলোচনায় স্থান করে নিয়েছেন। এর বিপরীতে সিলেট জেলা পরিষদের মূল পদের প্রার্থীদেরকে নিয়ে এতোটা আলোচনা-সমালোচনা লক্ষ্য করা যায়নি। তাই বিশেষ করে সাধারণ সদস্য পদে কে কত ভোট পাবেন, কার গ্রহনযোগ্যতা কেমন বা কে হবেন এ অঞ্চলের প্রতিনিধি এমন আলোচনা-সমালোচনা ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ৭নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৯৪ জন। ভোটার সংখ্যা কম হলেও নির্বাচনী এলাকার আয়তন অনেক বেশি। ফলে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছা অনেকটাই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার এক প্রান্থ থেকে আরেক প্রান্থের ভোটারদের কাছে দৌড়ঝাঁপ দিচ্ছেন। ৭নং ওয়ার্ডে সাধরন সদস্য পদে প্রতিদ্ধন্ধী প্রার্থীদের মধ্যে-সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী মোহাম্মদ জুয়েল (সিএনজি), সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার আহমদ (ক্রিকেট ব্যাট), আজিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি শেখ এমএ কাইয়ুম (টিউবওয়েল), জালালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী শাহ মোঃ আকলাছ আলী (ঘুড়ি), পূর্ব পৈলনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান (তালা), বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকন মিয়া (হাতি) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক সম্বলিত পোষ্টার লিফলেট নিয়ে প্রার্থী ও তাদের সমর্থকেরা মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে নির্বাচনী আচরণবিধি লংঘনের সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া না গেলেও কালো টাকা ছড়াছড়িতে যোগ্য প্রার্থী নির্বাচিত হতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন ধারনা সচেতন মহলের।