চেয়ারম্যান প্রার্থী ওসমানীনগরের এনামুল হক সর্দারের ৮ কর্মপরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ওসমানীনগরের ডক্টর এনামুল হক সর্দার নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার রাতে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এনামুল হক। ইশতেহারে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। যাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৮টি কাজকে।
ডক্টর এনামের কর্মপরিকল্পনায় রয়েছে- জেলা পরিষদের মালিকানাধীন সকল সম্পদের রক্ষণাবেক্ষণ করে জনমূখী কাজে ব্যবহার করা, স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, শিক্ষা-স্বাস্থ্যসহ সকল সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, যোগাযোগ ব্যবস্থানর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, খেলাধূলা ও সংস্কৃতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অগ্রাধিকার ভিত্তিতে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, সিলেটের পর্যটন এলাকাগুলো অবহেলা অযত্নে পড়ে থাকা জেলা পরিষদের সম্পদ পর্যটকদের ব্যবহার উপযোগী করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করে সৌন্দর্যশোভিত স্থানগুলো ও ঐতিহাসিক নিদর্শন সমূহ সঠিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং সিলেটের নৃগোষ্ঠিদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
নিজে নির্বাচিত হলো এই কাজগুলোকে সর্বাধিক গুরুত্ব প্রদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানান ডক্টর এনাম।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের এখনো নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করছি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে।
কোনো দলের সমর্থনহীন এই প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনামুল হক ছাড়াও সিলেটে চেয়ারম্যান পদে লড়ছেন আরো তিন প্রার্থী। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।