সিলেটী আফছর খানের উদ্যোগে দেশের বাইরে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৬, ১:১৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ সিলেটী আফছর খানের উদ্যোগে যুক্তরাজ্যে স্থাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। দেশের বাইরে এই প্রথম বঙ্গবন্ধুর কোন ভাস্কর্য স্থাপিত হলো । লন্ডনের ব্যস্ততম এলাকা ঐতিহাসিক সিডনি স্ট্রিটে ভাস্কর্যটি স্থাপন করা হয়। জানা যায় ভাস্কর্যটি ভারত থেকে বানিয়ে এনেছিলেন আফছর । এটি উদ্বোধন করার কথা ছিল যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) তেরেসা মে । নানা কারণে দীর্ঘদিন ধরে নির্মিত ভাস্কর্যটি উদ্বোধনে বিলম্ব হয়। অবশেষে গতকাল এটির শুভ উদ্বোধন করেন যুক্তরাজ্য সফররত প্রবীন রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত এমপি।
জানা যায়, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ২০১৪ সালের প্রথম দিকে যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন। এর দুই বছর পর দেশটির মন্ত্রণালয় থেকে সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর অনুমতি দেওয়া হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের আফসার খান সাদেক বলেন, ‘দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বাস করছি। এ দেশের নানা স্থানে বিশ্বের বিভিন্ন দেশের গুণী ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে। কিন্তু আমার দেশের কোনো গুণী ব্যক্তির ভাস্কর্য নেই। সেই চিন্তা থেকেই জাতির জনকের ভাস্কর্য স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছিলাম।’ আফসার খান সাদেক আরও জানান, অনুমতি পাওয়ার পর পরই ভারতের একটি প্রতিষ্ঠানকে ভাস্কর্য নির্মাণের কাজ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠান থেকে ভাস্কর্য তার হাতে এসে পৌঁছেছে। শিগগির উদ্বোধন করা হবে। ব্যক্তিগত খরচে ভাস্কর্যটি নির্মাণ করেছেন বলেও জানান আফসার।
ভাস্কর্য উদ্বোধনে এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় কাউন্সিলার, কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি জালাল উদ্দিন, প্রধান উপদেষ্টা সামসুদ্দিন খান, যুগ্ন সম্পাদক আনোয়ারুজাজামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, হাইকমিশনের প্রেস নাদিম কাদির, আওয়ামীলীগ হাবিবুর রহমান হাবিব, আলতাবুর রহমান মুজাহিদ, সায়েদ আহমদ সাদ, কাউন্সিলার রাবিনা খাতুন, কাউন্সিলার সাবিনা আকতার, নাজিম উদ্দিন, আনসার উল¬াহ, যুবলীগ নেতা তারিক আহমদ, ঝলক পাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আফছর খান সাদিকের এই উদ্যোগকে স্বাগত জানান। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আজকে লন্ডনের মাটিতে একটি ঐতিহাসিক ঘটনার জন্ম হল। এটি এই প্রজন্মের জন্য একটি ইতিহাস। তিনি আফর খান সাদিকদে এই দু:সাহসিক উদ্যোগের জন্য ধন্যবাদ