মিয়ানমার অভিমুখে লংমার্চ কাল : সিলেটে ইসলামী আন্দোলনের ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৫:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির চরমোনাই পীরের নেতৃত্বে মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগ দিতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার সকাল ১০টায় নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিশাল এক গাড়ির বহর নিয়ে লংমার্চ সফলের লক্ষ্যে নেতৃবৃন্দ মিয়ানমার অভিমুখে রওয়ানা হবে।
এই লংমার্চে যোগ দিতে ইসলামী আন্দোলন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় শীতের পোশাক, শুকনা খাবার, ব্যানার, পতাকাসহ সকল গাড়ির চালক ও জিম্মাদারদের নাম-ঠিকানাসহ লোক ও গাড়ির সংখ্যা সম্পর্কে লংমার্চে রওয়ানা দেওয়ার পূর্বেই ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগর সেক্রেটারিকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
তিনি বলেন, মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে গণহারে হত্যা শুরু করেছে। তারা পৈশাচিক উন্মত্ততায় অসংখ্য নিষ্পাপ শিশু সহ নারী-পুরুষদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। গ্রামের পর গ্রাম জালিয়ে দেওয়া হচ্ছে। অথচ সকল আন্তর্জাতিক সংস্থাসহ প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ বরাবরের মতো নিশ্চুপ। তাই চরমোনাই পীরের নেতৃত্বে আগামীকাল রবিবার লংমার্চে যোগ দিতে হবে।