শ্রীমঙ্গলে বিজয় দিবস উপলক্ষে আলাচনা সভা ও সংগীতানুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৬, ১০:৫৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি জিল্লুর এনাম, সাধারণ সম্পাদক এম এ মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সেলিম এবং যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সুলেমান আহমেদ প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।