বিনম্র শ্রদ্ধায় শ্রীমঙ্গলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৬, ৩:৪৫ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মহান বিজয় দিবসের ৪৫তম বার্ষিকীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাক ডাকা ভোরে সকল শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রীমঙ্গল পৌরসভায় স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
অত:পর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের পরিবেশনায় মার্চপাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
দেশাত্ববোধকে জাগ্রত করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর বক্তব্য, বীর মুক্তিযোদ্ধা ও পাক হানাদার বাহিনীর মধ্যে যুদ্ধের বিভিন্ন অংশকে বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক , উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তোলে দেন।