রাজনগরে ২ দফায় যাত্রার প্যান্ডেল ভাঙচুর: অশ্লীলতার বিরুদ্ধে ফুঁসে উঠছেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ৯:৪৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি, রাজনগর থেকে ফিরে:
রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলাপুর গ্রামে অশ্লীল যাত্রা ও জুয়ার আয়োজন করা হয়েছিল। যাত্রা আয়োজনের প্রস্তুতির খবর পেয়ে তা প্রতিহত করার জন্য সচেতন নাগরিক সমাজের ব্যানারে আন্দোলনের ডাক দেয়া হয়। পহেলা ডিসেম্বর যাত্রা শুরুর দিনেই উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকাম বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি একই দিনে কয়েক শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পাঠানো হয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট। এরই পরিপ্রেক্ষিতে ২ ডিসেম্বর প্রশাসন যাত্রার প্যান্ডেল ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আয়োজকরা ১২ ডিসেম্বর পূনরায় যাত্রার প্যান্ডেল তৈরীর কাজ শুরু করে। এই খবর জানজানি হয়ে গেলে সচেতন নাগরিক সমাজ ফতেহপুর ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক মানুষ জড়ো হয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে সাক্ষাৎ করে যাত্রার আয়োজন সম্পর্কে অবগত করেন। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আরেক দফা যাত্রা আয়োজনের সরঞ্জামাদি জব্দ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্ধা আখল মিয়া, সুফিয়ান আহমদ, মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের আবুল মিয়া, বকশিজোরার আউয়াল মিয়া সহ আরো কয়েকজন এই যাত্রা ও জুয়ার আয়োজক। এদিকে রাজনগরে ইসলাম ও অসামাজিক কার্যকলাপ বিরোধী এবং সামাজিক আইন শৃঙ্খলা উন্নয়নে সচেতন নাগরিক সমাজ ফতেহপুর ইউনিয়নের ব্যানারে বুধবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহ্যবাহি রাজনগর উপজেলায় ধর্ম ও সামাজ বিরোধী কার্যকলাপ বন্ধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজের কতিপয় অসাধু ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিল করতে অবৈধ পথ বেচে নেয়। এ উপজেলার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হোক আমি কখনো চাইনা। ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ধর্ম ও সমাজ বিরোধী যে কার্যকলাপের আয়োজন করা হয়েছিল তা ইতিমধ্যে আমি ভঙ্গ করে দিয়েছি এবং ঘটনাস্থল থেকে যাত্রাগান ও জুয়া আসরের যাবতীয় মালামাল জব্দ করে থানায় নিয়ে গেছি। আর যেন কেউ এ সব কাজের সাহস না করতে পারে সেজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আওয়ামীলীগ নেতা ও সচেতন নাগরিক সমাজ ফতেহপুর ইউনিয়নের আহŸায়ক বখতিয়ার আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা তালামীয নেতা ও সচেতন নাগরিক সমাজ ফতেহপুর ইউনিয়নের সদস্য সচিব মুহাম্মদ গৌছুজ্জামানের পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আহমদ বিলাল, সচেতন নাগরিক সমাজ ফতেহপুর ইউনিয়নের যুগ্ম আহŸায়ক মাওঃ আব্দুর রব, মাওঃ আব্দুল লতিফ, মোঃ তছকির আলী, ওলামালীগ ফতেহপুর ইউনিয়নের সভাপতি মৌলভী আব্দুন নূর রেনু মিয়া, সচেতন নাগরিক সমাজের যুগ্ন সদস্য সচিব আশরাফুল ইসলাম নোমান, যুগ্ন সদস্য সচিব জাহিদুল আলম বাবুল। আরো বক্তব্য রাখেন খুরশেদ আলম রাজা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আপ্তাব আলী, হাজী শেখ বশির আহমদ, মাওঃ কবির আহমদ, আবুল ফতেহ ফাত্তাহ, রুহুল আমীন, ফরহাদ আমীন রুহুল, তাজুল ইসলাম, হাদী আহমদ, আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল কাইয়ুম, হাফিজ তারেক আহমদ প্রমুখ।