শ্রীমঙ্গলে ফুল বিক্রেতা এবং কর্মচারী কাটাচ্ছেন ব্যস্ত সময়
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ৬:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা/ আমরা তোমাদের ভুলবো না’- যে ত্রিশ লক্ষ শহীদদের প্রাণ ও দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বাংলা নামের এ দেশটি পেয়েছি, তাদের স্মৃতি ভোলার নয়। তাদের প্রতি শ্রদ্ধা জানানো তাই বাঙালি জাতির কর্তব্যের মধ্যেই পড়ে।
তাঁদের আত্মার প্রতি সম্মান জানানোর জন্য প্রতি বছরই এ দিনটিতে দেশের প্রতিটি শহীদ স্মৃতি স্তম্ভে জানানো হয়ে আসছে ফুলেল শুভেচ্ছা।
রাত পেরোলেই বিজয় দিবস। তাই বর্তমানে ব্যস্ত হয়ে পড়েছে ফুল ব্যবসায়ীরা। বিভিন্ন আঙ্গিকে তৈরী ফুলের তোরণ শোভা পাচ্ছে ফুলের দোকান গুলোতে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা যায় কলেজ রোড, উকিল বাড়ি রোড, ভানুগাছ রোডসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ফুলের দোকানিরা ফুলের তৈরী তোড়া- শ্রদ্ধাঞ্জলী বানাতে ব্যস্ত সময় পার করছে। শহরের কলেজ রোডস্থ সলিমি পুষ্পালয় দোকানের মাসুম আহমেদ বলেন, গতবারের তুলনায় এবার তোরার সংখ্যা বেশি। বড় ডালা ১৫০০ টাকা, মাঝারি ১০০০ এবং ছোট ডালা ৬০০ টাকা করে অর্ডার নিচ্ছেন। সানাই ফুলের দোকানের কর্মচারী সুজন আহমেদ জানায় ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ব্যস্ততা অনেক বেড়ে গেছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে মঞ্চ ও পুরো মাঠ। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয়ের ৪৫ তম বার্ষিকি উদযাপনে বাংলাদেশিরা যেন মুক্তির আনন্দে উল্লাসিত হয়ে উঠেছে।