জেলা পরিষদ নির্বাচন : সিলেটে ১০৫ সদস্য প্রার্থীরা যে প্রতীক পেলেন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৬, ১:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সোমবার দিনভর সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সিলেটের ১৫টি ওয়ার্ডের ১০৫ জন সদস্য প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক পেয়েছেন।
যারা যে প্রতীক পেলেন :: ১নং ওয়ার্ডে আজাদ আহমদ (অটোরিকশা), এটিএম হাসান জেবুল (বক পাখি), জাবেদুল ইসলাম দিদার (হাতি), ফারুক আহমদ (উটপাখি), মোহাম্মদ আব্দুল হানিফ কুটু (বেহালা), মোহাম্মদ বিলাল খান (ক্রিকেট ব্যাট), মোহাম্মদ শাহানুর (তালা), মো. আলী আহমদ (টিউবওয়েল), মো. তাইনুল ইসলাম আসলাম (টিফিন ক্যারিয়ার), মো. মোছাদ্দিক আহমদ (বৈদ্যুতিক পাখা), রজত কান্তি গুপ্ত (ঘুড়ি), লায়েক আহমদ চৌধুরী (ঢোল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২নং ওয়ার্ডে আলহাজ্ব মো. গোলাম রব্বানী (ঘুড়ি), গুলজার আহমদ (বৈদ্যুতিক পাখা), গোলাম কিবরিয়া হিরা মিয়া (টিউবওয়েল), মো. আনোয়ার হোসেব (বক), মো. কামরান হোসেন (তালা), মো. মতিউর রহমান (হাতি), লোকমান আলী (ক্রিকেট ব্যাট) , শামীম কবীর (ঢোল), শাহ মো. ছামির উদ্দিন (অটোরিকশা) প্রতীক পেয়েছেন।
৩নং ওয়ার্ডে নুরুল ইসলাম (তালা), ফয়ছল আহমদ মুন্না (টিউবওয়েল), মো. আব্দুল আউয়াল (হাতি), আখলাকুর রহমান চৌধুরী সেলিম (উটপাখি), আব্দুল আহাদ খান জামাল (ক্রিকেট ব্যাট) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৪নং ওয়ার্ডে মুহিবুল হক (তালা), শামসুল হক আফতাব (টিউবওয়েল), শোয়েব আহমদ চৌধুরী (বৈদ্যুতিক পাখা), হানিফ মোহাম্মদ (ক্রিকেট ব্যাট) প্রতীক পান।
৫নং ওয়ার্ডে মো. জামাল উদ্দিন (হাতি), মো. শাহপরান (তালা), সুভাস চন্দ্র পাল (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
৬ নং ওয়ার্ডে মো. আজমল আলী (টিউবওয়েল), জয়নাল আবেদীন (অটোরিকশা), মো. নাজিম উদ্দিন (তালা), সফিক উদ্দিন (হাতি)।
৭ নং ওয়ার্ডে মো. জুয়েল (অটোরিকশা), মো. আফসার আহমদ (ক্রিকেট ব্যাট), লোকন মিয়া (হাতি), শেখ এমএ কাইয়ুম (টিউবওয়েল), হাজী শাহ মো. আকলাছ (ঘুড়ি), হান্নান মিয়া (তালা)। প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৮ নং ওয়ার্ডে আবু আহমদ এমদাদ (ঘুড়ি), পংকজ লাল দাশ পুরকায়স্ত (টিউবওয়েল), মো. আশিক মিয়া (অটোরিকশা), মো. নজরুল ইসলাম (তালা), সৈয়দ আহমদ বহলুল (বৈদ্যুতিক পাখা), খায়রুল আলম (হাতি), প্রতীক পেয়েছেন।
৯ নং ওয়ার্ডে প্রণঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি), ফখরুল আহমদ মতসিন (তালা), মোহাম্মদ মোসাদ্দিক হোসেন (টিউবওয়েল), আব্দুল কাহার (ক্রিকেট ব্যাট), মো. কিনু মিয়া (অটোরিকশা), মো. ময়নুল হক (হাতি), সহল আল রাজী চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
১০ নং ওয়ার্ডে আব্দুল হক বাবুল (তালা), আব্দুল হানিফ খান (বৈদ্যুতিক পাখা), মো. আব্দুল হান্নান (ঢোল), মো. নিমার আলী অ্যাডভোকেট (টিউবওয়েল), মো. মনসুর আহমদ (ঘুড়ি), সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন (অটোরিকশা), স্যায়িদ আহমদ সুহেদ (ক্রিকেট ব্যাট), হাছান ইমাদ (উটপাখি)।
১১ নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম (বৈদ্যুতিক পাখা), এম. মুজিবুর রহমান মুজিব (ঘুড়ি), মাহমুদুর রহমান (অটোরিকশা), মো. সুফিয়ান আহমদ (টিউবওয়েল), লুৎফুর রহমান (তালা), সৈয়দ হাছিন আহমদ মিন্টু (বেহালা), হাজী মাহমুদ আলী (ক্রিকেট ব্যাট), হাজী মো. রফিক উদ্দিন (হাতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
১২ নং ওয়ার্ডে কামিল আহমদ (টিউবওয়েল), ময়েজ আহমদ (বৈদ্যুতিক পাখা), মাসুদ হোসেন খান (তালা), মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী (ঘুড়ি), মো. আতিকুর রহমান (টিফিন ক্যারিয়ার), মো. আব্দুল কাদির (হাতি), মো. আব্দুল মজিদ (অটোরিকশা), মো. নজরুল হোসেন (ক্রিকেট ব্যাট), শামীম আহমদ তালুকদার (বেহালা) প্রতীক পেয়েছেন।
১৩ নং ওয়ার্ডে আফজল আহমদ চৌধুরী (অটোরিকশা), আবু জাফর মোহাম্মদ রায়হান (টিউবওয়েল), অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ (ঘুড়ি), তাজেল আহমদ (হাতি), মো. শামীম আহমদ (বৈদ্যুতিক পাখা), মো. আব্দুস সবুর (টিফিন ক্যারিয়ার), মো. নাছির উদ্দিন (তালা), মো. নাজমুল ইসলাম (ক্রিকেট ব্যাট) পতীক পেয়েছেন।
১৪ নং ওয়ার্ডে হাজী জাকির আহমদ চৌধুরী (বৈদ্যুতিক পাখা), এমাদ উদ্দিন মানিক (টিউবওয়েল), মো. ইমাম উদ্দিন চৌধুরী (তালা), মো. ফখর উদ্দিন (অটোরিকশা), মো. মোস্তাকিম হায়দার (হাতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
১৫ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ (অটোরিকশা), মোহাম্মদ কবির উদ্দিন (বৈদ্যুতিক পাখা), মো. আবদুল খালিক (তালা), মো. আব্দুল মোমিন চৌধুরী (ক্রিকেট ব্যাট), মো. সালেকুর রহমান (টিফিন ক্যারিয়ার), রিংকু চক্রবর্তী (হাতি), সিরাজুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবব্রত সিংহ, সহকারী রিটার্নিং অফিসার ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম ও সাইদুর রহমান।