হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আমির হোসেন আর নেই
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৬, ১১:০০ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, সাবেক পিপি ও দৈনিক মানবজমিনের হবিগঞ্জস্থ স্টাফ রিপোর্টার এড. মো. আমির হোসেন আর নেই।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এ সংবাদ লেখা পর্যন্ত মরহুমের জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়নি।