ওসমানীনগর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৬, ৭:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগর উপজেলা আইন হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর)উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী, সিলেট জেলা আ’লীগ নেতা এফতার হোসেন পিয়ার, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরীয়া, আব্দুর রব, আব্দুল মতিন গেদাই, এমজি রাসুল খালেক, আতাউর রহমান মানিক, ফখর উদ্দিন, ময়নুল আজাদ ফারুক, জেলা বাস-মিনিবাস সমিতির সভাপতি ফলিক আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ, নূর মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, তাজপুর ডিগ্রী কলেজের প্রভাষক খয়ের আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।
সভায় বিজয় দিবস উদযাপন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ এর তাঁর বাসায় ১৬ নভেম্বর চুরি সংগঠিত হয়েছে। চোরাই মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।