যৌন হয়রানির অভিযোগে মৌলভীবাজারে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৬:২২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জুতা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়ুব আলী কর্তৃক যৌন হয়রানির সুষ্ঠ বিচার ও প্রতিষ্ঠান থেকে চিরতরে বহিস্কারের দাবিতে জেলা শহরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ছাত্র/ছাত্রীদের সাথে অবৈধ কার্যকর্ম করেন অধ্যক্ষ আয়ূব আলী। ক্লাস চলা অবস্থায় তিনি প্রায়শই শিক্ষার্থীদের সাথে অশালীণ আচরন করেন। এছাড়াও ফেইসবুকে ছাত্র/ছাত্রীদের সাথে যৌন চ্যাট করে বিভিন্ন প্রলোভন দিয়ে সম্পর্ক স্থাপন করার অপচেষ্টা করেন। এনিয়ে কাশীনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এই অভিযোগের প্রেক্ষিতে গত ০৮ ডিসেম্বর কলেজে মিছিল ও সাইনবোর্ড ভাঙচুর করে সাধারন ছাত্ররা।