মৌলভীবাজারে তিন দিনব্যাপী হস্তশিল্প মেলা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৬:১৬ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীদের বিকল্প আয়ে উৎসাহী করতে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী হস্তশিল্প মেলা।
শনিবার বিকেলে শ্রীমঙ্গল ফাউন্ডেশন ক্যাম্পাসে তাহেরা এন্টার প্রাইজের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাহেরা খানম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিডাবিøউ এর নেত্রী সুলতানা আক্তার আইরিন, রোকনা বেগম, পারু বিশ্বাস ও শেফালী আক্তার লিমা। মেলায় বিভিন্ন হাতের তৈরী শোপিস, আসবাবপত্র, ভেনেটি বেগ ও পোষাকের কয়েকটি স্টল স্থান পেয়েছে।