জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৬:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়ার গ্রামের বাসিন্দা আবু আব্দুল্লাহ মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
রোববার (১১ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান মাসুদ চৌধুরী সিলেট দায়রা জজ আদালতের চেক জালিয়াতি মামলার পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই কাজল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে ধল বাজার থেকে গ্রেপ্তার করে।