জানুয়ারিতে সম্মেলনের নির্দেশ, সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ২:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা ছাত্রলীগের কমিটির উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। একই সাথে কার্যক্রমকে আরো গতিশীল করতে আগামী ১৭ জানুয়ারি সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এ বছরের ২৫ মার্চ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের কমিট স্থগিত করে কেন্দ্রীয় সংসদ।