মেয়ে আদিরার ছবি প্রকাশ করলেন রানি মুখার্জি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ৫:৩৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ব্যক্তিগত বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলতে বরাবরই কম পছন্দ করেন রানি মুখার্জি চোপড়া। বিয়ে এবং সন্তান নিয়ে প্রথম থেকেই চুপ ছিলেন এ অভিনেত্রী। মেয়ে আদিরার কোনো ছবিও এতোদিন সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি তিনি। এবারে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ছবি প্রকাশ করলেন এ তারকা। মেয়ে আদিরা-এর প্রথম জন্মদিনে একটি আবেগঘন চিঠি টুইটারে প্রকাশ করেছে ইয়াশ রাজ ফিল্মস-এর তরফ থেকে। রানি আর সাথে জুড়ে দিয়েছেন মা-মেয়ের একটি ছবি। চিঠিতে রানি লিখেছেন, “আদিরা আমাকে নতুন করে জন্ম দিয়েছে। যেদিন থেকে ও আমার জীবনে এসেছে সেদিন থেকেই আমার জীবন অনেক বদলে গেছে।” চিঠিতে রানি আরও লিখেছেন, “একজন মা হওয়া সহজ কোনো বিষয় না। যেদিন থেকে আমি মা হয়েছি সেদিন থেকেই আমার নতুন একটি সত্ত্বা তৈরি হয়েছে। আমি জানি না এটি কেবল আমার ক্ষেত্রেই ঘটেছে নাকি সব মায়েরই এমন হয়! মা না হলে এ অনুভূতি কেউ বুঝবে না।” মেয়েকে ভবিষ্যতে অনেক বড় জায়গায় দেখতে চান বলে এ চিঠিতে মন্তব্য করেছেন তিনি। রানি বলেন, “মেয়েকে এমনভাবে বড় করতে চাই যাতে তাকে নিয়ে আমি গর্ববোধ করতে পারি।” বলিউডের এক সময়ের ব্যস্ত এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘মারদানি’ ছবিতে। এ মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।