সিলেটের জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৬, ৬:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অন্তর্গত কুড়িরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে স্থানীয় এক কিশোর পরিত্যাক্ত অবস্থায় মদগুলো দেখতে পেয়ে এলাকার মুরব্বীদের অবহিত করেন। পরে তারা জালালাবাদ থানাকে বিষয়টি জানান। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসএসআই নুরুল হক।