সিলেটের লন্ডন ম্যানশনে নকল ট্রাউজার আটক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৬, ৫:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জিন্দাবাজারে লন্ডন ম্যানশনে নকল ট্রাউজার বিক্রির সময় এক বিক্রেতা আটক করা হয়েছে। এসময় আটককৃত নকল পোশাক পুড়ানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি গার্মেন্টস কোম্পানীর বিক্রেতার ঢাকা যাত্রাবাড়ীর মোঃশহিদুল ইসলাম লন্ডন ম্যানশনের একটি দোকানে নকল পোশাক বিক্রি করছিলেন।
বিভিন্ন ব্যান্ডের নকল ট্রাউজার বিক্রির সময় মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই নকল পোশাক বিক্রয়কারী কে আটক করেন।
এরপর এই বিক্রেতা শহিদুলের সহযোগী মোঃ রিপন হাওলাদার ও শহিদুলের কাছ থেকে আর ভবিষ্যতে ব্যান্ডের নকল ট্রাউজার বিক্রি করা হবে না মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেন।
এসময় মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নকল ট্রাউজার বিক্রয়কারী নিজের এসব পোশাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
লন্ডন ম্যানশন মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রপ্পি আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী গুলজার খাঁন, মার্কেটের স্বত্বাধিকারী ফুয়াদ আহমদ, আমান উদ্দিন আহমদ প্রমুখ।