নগরীর সুরমা পয়েন্টে সিএনজি পার্কিং নিয়ে হকার ও চালকদের মধ্যে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৬, ২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর সুরমা পয়েন্টে সিএনজি অটোরিক্সা পার্কিং নিয়ে হকার ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সিএনজি চালকরা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। এসময় প্রায় ঘন্টা খানেক যানযটের কারনে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পরেন।
জানা যায়, বুধবার (০৭ ডিসেম্বর) সকালে ১০টার দিকে আমীর আলী নামক সিএনজি চালকের সাথে পাকিং করা নিয়ে হকারদের কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমীর আলীকে চড় দিলে হকার ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিক্ষুব্ধ সিএনজি চালকরা নগরীর সুরমা পয়েন্ট রাস্তা অবরোধ করে রাখেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ রাস্তা অবোরুদ্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ব্যপারে কোতোওয়ালী থানার ওসি(তদন্ত) নুরুল আফসার বলেন, হকার ও সিএনজি চালকদের মধ্যে বাকবিতণ্ডা কে কেন্দ্র করে সংঘর্ষ হযেছে। তবে ঘন্টা খানেক রাস্তা অবরোধ ছিলো না। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। ইতোমধ্য চালক ও হকার সমিতির নেতৃবৃন্ধ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানও করে ফেলেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।