কানাইঘাটে ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কানাইঘাটে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খণ্ড গ্রামে বিরোধপূর্ণ একখন্ড ক্ষেতের জমির ধান কাটা নিয়ে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়- একখন্ড ফসলি জমি নিয়ে বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত প্রমোদ বৈদ্যের পুত্র সুধীর বৈদ্য (৩৬) ও একই গ্রামের মৃত লবঙ্গ গোপাল বৈদ্যের পুত্র লনি গোপাল বৈদ্য (৪৫) গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। রেজিস্ট্রি ও রেকর্ড মূলে বিরোধপূর্ন জমি খন্ডটি দীর্ঘদিন ধরে সুধির বৈদ্যের পরিবার ধান ক্ষেত করে আসছিল।
গত সোমবার এবং মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লনি গোপাল বৈদ্যের পরিবারের লোকজন বিরোধপূর্ণ ভূমি থেকে জোরপূর্বক ভাবে পাকা ধান কাটতে শুরু করলে সুধীর বৈদ্যের ভাইরা বাঁধা প্রদান করলে দুই পক্ষ দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে সুধীর বৈদ্যের ভাই মাখন বৈদ্য (৫০) ও আশু বৈদ্য (৪০) ও সুধীর বৈদ্য (৩৬) এবং অপর পক্ষের লনি গোপাল বৈদ্য (৫৪), দিলিপ বৈদ্য (৩০) গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাখন বৈদ্য, আশু বৈদ্য, দিলীপ বৈদ্য, লনি গোপাল বৈদ্যকে জখম গুরুতর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরন করেন।
এ সংঘর্ষের ঘটনার পিছনে ইন্ধন দাতা হিসাবে স্থানীয় এক ইউপি সদস্য জড়িত রয়েছেন বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
এ ঘটনা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহত সুধীর বৈদ্য বাদী হয়ে এ ঘটনায় প্রতিপক্ষের ৫ জনকে আসামী করে থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন।