জকিগঞ্জে মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ৩, প্রাইভেটকার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের মাদরাসা বাজার এলাকাতে মাদক সেবনকালে এক পুলিশ সদস্যসহ আরো ২ যুবককে আটক করেছেন স্থানীয় জনতা। সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি প্রাইভেটকারসহ স্থানীয় জনতা তাদের আটক করেন।
আটককৃতরা হচ্ছেন পুলিশ সদস্য গোলাপগঞ্জ থানার এস আই ফিরোজ (৩৫), গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শাকিল আহমদ চৌধুরী (৩৮) ও মুনির লোদী (৩৬)।
আটকের পর তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বেরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত প্রাইভেট কারটিও (নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক- ০৩৮৫৭৬) উপজেলা অফিসে আনা হয়েছে।
আটককৃতরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।