টিলাগড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মামুন আহমদ। রোববার মধ্যরাত আড়াইটায় টিলাগড়ে এ ঘটনা ঘটে। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিলেটে প্রধানমন্ত্রীর সফরের সময় লাগানো একটি ব্যানার খুলতে গিয়েই মামুন ছাত্রলীগ কর্মীদের রোষাণলে পড়েন। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঈন উদ্দিন মন্জু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট নগরীর অবৈধ ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে রোববার মধ্যরাত থেকে অভিযান শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানকালে নগরীর বিভিন্ন রাস্তায় লাগানো ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। রাত আড়াইটায় সিলেট সরকারি কলেজের সামনের রাস্তায় লাগানো একটি ব্যানার খুলতে গেলে মামুন আহমদ আক্রান্ত হন। কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে মারধর করে কর্পোরেশনের গাড়িসহ আটকে রাখে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করে কিছুক্ষণ সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন- ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সরকারি কলেজের সামনে টানানো ব্যানারটি ছিঁড়ে ফেলেন সিটি কর্পোরেশনের লোকেরা। এমন খবরের ভিত্তিতে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ গেটে গিয়ে বিক্ষোভ করেছেন।’
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ব্যানার ছিঁড়ে ফেলায় বিক্ষুব্ধরা সিটি কর্পোরেশনের পরিচ্ছনতাকর্মীকে একটি গাড়িসহ আটকে রেখেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ গাড়িটি হেফাজতে নিয়ে আসে।’