ভর্তি পরিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বাড়তি ফি এখনো ফেরত দেয়নি শাবি কর্তৃপক্ষ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে থেকে আদায়কৃত অতিরিক্ত ফি এখনো ফেরত দেয় নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া এই অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।
নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে ভর্তি কমিটি দাবি করে আসলেও তা বাস্তবায়নের তারিখ নির্ধারণ করেননি তারা।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে গত ১৬ অক্টোবর ভর্তি ফরম বিতরণ শুরু করে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছরের তুলনায় এবার ৩৩ শতাংশ দাম বাড়ানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামলে ১৮ অক্টোবর কর্তৃপক্ষ ভর্তির আবেদনের মূল্য কমানোর সিদ্ধান্ত আসে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসাইন বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা আছে।
“আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিব- কীভাবে ভতিচ্ছুদের টাকা ফিরিয়ে দেওয়া যায়।”
তবে এ টাকা কীভাবে এবং কতদিনের মধ্যে ফেরত দেওয়া হবে এ বিষয়ে কিছু জানাননি বেলায়েত।
চলতি বছর ছয় হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে গত ৭ নভেম্বর জানিয়েছিলেন বেলায়েত হোসাইন ।
ওইদিন তিনি বলেন, ভর্তিচ্ছুদের বাড়তি টাকা কীভাবে ফেরত দেওয়া হবে এ বিষয়ে ১০ নভেম্বর ভর্তি কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নিবে।
ভর্তি পরীক্ষার দুই দিন আগে ২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে তিনি জানান, পরীক্ষার হলেই শিক্ষার্থীর কাছে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। ওই সংবাদ সম্মলনে উপাচার্য আমিনুল হক ভূইয়াও উপস্থিত ছিলেন।
কিন্তু ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে বাড়তি টাকা ফেরত দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বেলায়েত বলেন, “পরীক্ষায় ব্যাঘাত হওয়ার আশংকা থাকায় ওইদিন টাকা ফিরিয়ে দেওয়া হয়নি।”