হবিগঞ্জে এনা পরিবহনের বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বৃদ্ধ কে ধাক্কা দিলে সে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় সংবাদকর্মী এম এ কাদের বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।