রাগীব আলীর বিচার শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ভূমি মন্ত্রনালয়ের স্বাক্ষর জালিয়াতি মামলায় রাগীব আলীর বিচার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া প্রতারণার মাধ্যমে ভূমি দখলের অপর মামলায় ১১ জনের পুনঃস্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরুর আদালত।
এপিপি মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এছাড়া মামলা থেকে রাগীব আলীর ছেলে আবদুল হাই ও সেবায়েত সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের অব্যাহতি চেয়ে করা আবেদনটি খারিজ করেছেন আদালত।
মোট দুটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আটক আছেন রাগীব আলী। যার মধ্যে একটি ভূমি মন্ত্রনালয়ের স্বাক্ষর জালিয়াতি মামলা এবং অপরটি প্রতারণার মাধ্যমে ভূমি দখলের মামলা।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গত ১০ অগাস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই গোপনে সপরিবারে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যান তারা।
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ৩ মাস ১৪ দিন পর গত ২৪ নভেম্বর রাগীব আলীকে গ্রেপ্তার করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এরপর বিকেলে সিলেটের শেওলা শুল্ক স্টেশন দিয়ে রাগীব আলীকে বিডিআরের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঐদিনই রাগীব আলীকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।