সিলেটে নিউ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ১১:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর পুলিশ লাইন এলাকা ও স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে শনিবার দিনভর অভিযান পরিচালনাকালে স্টেডিয়াম মার্কেটের নিউ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক বছর ও ল্যাব টেকনিশিয়ান ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে প্রতিষ্ঠানটিকে অভিযান পরিচালনা করে আদালত। এসময় আরো ৫টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ১৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিসের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শাহজালাল মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮ লাখ টাকা, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা, জালালাবাদ প্যাথলজি সেন্টারকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং দি প্যাথলজি ল্যাব এন্ড ডায়াগনস্টিক ও নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের অপরাধে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানকেও এরকম অনিয়মের কারণে জরিমানা করেন আদালত।