সিলেটে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ২:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) সকালে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্বামীর এবং ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দম্পতির নাম গিয়াস উদ্দিন (৪০) এবং জেসমিন বেগম (৩২)। তারা ৪ সন্তানের জনক-জননী।
ওই দম্পতির পরিবারের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, “গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো এক সময় তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে স্ত্রী জেসমিন বেগম হার্ট এ্যাটাক হয়ে মারা যান।”
তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।