এবার জিন্দাবাজারে ছিনতাইয়ের শিকার ২ নারী
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ১২:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর জিন্দাবাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পূর্ব জিন্দাবাজারের নেহার মার্কেটের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই নারী পায়ে হেঁটে জিন্দাবাজার থেকে জেলরোডের দিকে যাচ্ছিলেন। তারা পূর্ব জিন্দাবাজার পৌছামাত্র মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাদের হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তারা চিৎকার করলে স্থানীয় নেহার মার্কেটের টহল পুলিশ এগিয়ে আসে। তবে তার আগেই ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।