জেলা পরিষদ নির্বাচন : আজ থেকে ১৫১ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ৭:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র আজ শনিবার ও আগামীকাল রবিবার বাছাই করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হবে, তারা ১১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন সকল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ডিসেম্বর হবে নির্বাচন। সিলেট জেলা পরিষদ নির্বাচনে লড়তে ১৫১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ১১৯ জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ আজ শনিবার থেকে শুরু হচ্ছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। তারা হচ্ছেন- এডভোকেট লুৎফুর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা, এনামুল হক সরদার ও মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সদস্য এবং মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদে সবমিলিয়ে ১৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে সদস্য পদে ১১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।