বেগম রোকেয়া গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পুরষ্কার পেলেন সিলেটের সাব্বির
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকাস্থ মুক্তিযুদ্ধ যাদুঘরে গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২টায় বেগম রোকেয়ার নারী জাগরণ ও বর্তমান নারী সমাজ ও মুক্তিযুদ্ধে অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বেগম রোকেয়া গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পুরষ্কার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট মহানগর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও তরুণ রাজনীতিবিদ মো. সাবিবর আহমদ কে বেগম রোকেয়া গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মান পুরষ্কার প্রদান করা হয়।
আজকের সুর্যোদয়’র প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক (গেদুচাচা)’র সভাপতিত্বে ও খন্দকার ফায়িকুজ্জামান ফরিদ ও মিনালা দিপার পরিচালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিঞ্জির সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট বীর প্রতিক (অব:)জেনারেল এম. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারশুব মুর্শেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের লজিষ্টিক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া, বাংলাদেশ পোয়েস্ট ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ও ইক্সমিনার অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারী, বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এসএম মোর্শেদ, বাসসের সহ বার্তা প্রধান ডালিম আজাদ, দৈনিক প্রথম আলোর ডেপুটি ফটোজার্নালিস্ট কবির হোসাইন, দৈনিক বাংলার মুক্তাঙ্গন বাবু মিটুন চৌধুরী প্রমূখ।
সভা শেষে সংগীত পরিচালনা করেন কণ্ঠ শিল্পী লুৎফা নাজনীন লতা।