নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রকম্পিত সিলেটের রাজপথ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে রাজপথ কাঁপিয়েছেন। রাজনৈতিক বিভেদ ভুলে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার দুপুরে সিলেট নগরীতে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগ-বিএনপি-হেফাজতসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবি জানান। এই সমাবেশ থেকে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাম্প্রতিক অতীতে সিলেটের বিভিন্ন দলের নেতাদের এভাবে একই সমাবেশে একই সুরে কথা বলতে দেখা যায় নি। শুক্রবার বাদ জুম’আ থেকে সন্ধ্যা পর্যন্ত নগরী ও শহরতলিতে পৃথকপৃথকভাবে বিক্ষোভ করেছেন জনতা। সিলেট পরিণত হয়েছিল এক মিছিলের নগরীতে। বিভিন্ন এলাকার মসজিদে জুম’আর নামাজ আদায় করে বিভিন্ন নিন্দাসূচক ব্যানার প্লেকার্ড নিয়ে সিলেট নগরবাসী জড়ো হন কোর্ট পয়েন্টে।
জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের পরচিালনায়, সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফউিল আলম নাদেল, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ৪নং ওর্য়াড কাউন্সিলার ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়ছে লোদী, সাবেক সাংসদ এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, মাও. আসলাম রহমান, জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আউর রহমান কোম্পানিগঞ্জী, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি আব্দুল হান্নান তাফাদার, ইসলামী এক্যজোট সিলেট জেলা শাখার সেক্রেটারি ডাঃ হাবিবুর রহমান, জমিয়ত নেতা শামীম আহমদ, খেলাফত মজলিস নেতা এমরান আহমদ, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইকরা সিলেট চেয়ারম্যান দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল মামুন, ও যুব জমিয়ত সভাপতি সামিউল আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র নিন্দা জানান। তারা বাংলাদেশে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে বর্ডার খুলে দেওয়ার ও আহ্বান জানিয়েছেন।