নগরীর দক্ষিণ সুরমায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ১০:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে ভারতীয় তীর খেলার জুয়ার আসরে পুলিশের অভিযানে এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম সুজন আহমদ (২৮)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার উবাহাটা গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র। বর্তমানে সে মোমিনখলা আশিক মিয়ার কলোনিতে বসবাস করে আসছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে জড়িত ঐ এলাকার রাজু, সিপন ও রাজু মিয়া পালিয়ে যায়। জৈনপুর গ্রামের সাজু মিয়ার বাড়িতে এ জুয়ার আসর চলে। আসর থেকে তীর খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন মুরব্বি জানান- “এই তীর খেলা এলাকার কয়েকটি স্কুল, কিন্ডার গার্টেনের ছাত্র ও এলাকার যুব সমাজের বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এই তীর খেলা বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করনে তারা।”
এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান- “জৈনপুর গ্রামে সাজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এক জুয়াড়ি ও তীর খেলার বিভিন্ন সরঞ্জাম আটক করেছি। জুয়া খেলার সাথে জড়িত রাজু, সিপন ও রাজু মিয়াসহ অন্যান্যরা পালিয়ে যায়। বাড়ির মালিক সাজু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে”